Tuesday, November 18, 2025
রাজ্য​

বীরভূম থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি নাজিবুল্লা

বীরভূম: বীরভূম থেকে এক জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গিকে (JMB Terrorist) গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ (STF)। ধৃত ব্যক্তির নাম নাজিবুল্লা (৫০)। বীরভূমের (Birbhum) পাইকার থানা এলাকার কাসীমনগরে বৃহস্পতিবার গভীর রাতে হানা দিয়ে নাজিবুল্লাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার করে নাজিবুল্লাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, কম্পিউটার, সিপিইউ, বেশ কয়েকটি ইলেকট্রনিক গ্যাজেটস এবং জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

শুক্রবারই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় নাজিবুল্লাকে। বিচারক নাজিবুল্লাকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এসটিএফ সূত্রে খবর, তাঁদের নজর ছিল নাজিবুল্লার ওপর। সাকিব আলি নাম নিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে নাজিবুল্লা। সেই অ্যাকাউন্ট থেকে দেশবিরোধী নানা প্রচার চালানো হতো। পাশাপাশি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হতো। পাইকার থানাকে নাজিবুল্লার গতিবিধির ওপর নজর রাখার নির্দেশও দেয় এসটিএফ।

বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে নাজিবুল্লাকে গ্রেফতার করে এসটিএফ ও পুলিশের যৌথ বাহিনী। এদিকে, এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

এসটিএফ সূত্রে খবর, ২০১৩ সালে বুদ্ধগয়ায় ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে যোগ থাকতে পারে নাজিবুল্লার। এছাড়া আর কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে তার যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।