Sunday, May 19, 2024
Latestদেশ

রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করার ব্যাপারে নিশ্চিত বিজেপি

নয়াদিল্লি: বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। বিলটি খুব শ্রীঘ্রই লোকসভা ও রাজ্যসভায় পেশ করবে কেন্দ্র। বিজেপির কাছে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের মতোই বিশেষ গুরুত্বপূর্ণ এই বিলটি। সারা দেশে এনআরসি চালুর আগে এই বিল পাস করাতে মরিয়া মোদী সরকার।

এই বিলটি লোকসভায় পাশ করতে কোনও সমস্যা নেই গেরুয়া শিবিরের। পাশাপাশি, মোদী সরকার মনে করছে, রাজ্যসভাতেও নাগরিকত্ব বিলটি পাশ করাতে সমস্যা হবে না। কারণ, এই বিলে পুরনো শরিক জেডিইউ, অকালি দলের পাশাপাশি শিবসেনাও বিজেপির পাশে থাকছে।

বিলটিকে সমর্থন জানিয়েছে শরিক শিরোমণি অকালি ও জেডিইউ। সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট করা সত্ত্বেও বিলের পক্ষে থাকার কথা জানিয়েছে শিবসেনা। তাঁরা জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও তাদের দেশ থেকে বিতাড়িত করার প্রশ্নে শিবসেনা বরাবরই সরব। তাই নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দেবেন তাঁরা। বিলটিতে সমর্থন করার কথা রয়েছে ওয়াইএসআর কংগ্রেসেরও।

বিজেপির কথায়, রাজ্যসভায় মোট আসন ২৪৫টি। ফাঁকা রয়েছে ৫টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য এনডিএর প্রয়োজন ১২১টি ভোট। আর এই মুহূর্তে এনডিএ-র হাতে রয়েছে ১১৮টি আসন। ফলে বিলটি পাশ করাতে তাঁদের অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া, বিজেপি আশঙ্কা করেছে, বেশ কিছু দল তাঁদের সুবিধা করতে ভোট দান থেকে বিরত থাকবে।