Tuesday, June 24, 2025
Latestদেশ

নাগরিকত্ব সংশোধনী বিল লাগুর ক্ষেত্রে উত্তর পূর্বের রাজ্যগুলি বাদ থাকছে

নয়াদিল্লি: উত্তর পূর্বের রাজ্যগুলির আশঙ্কা ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল লাগুর ক্ষেত্রে উত্তর পূর্বের রাজ্য নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশে এই বিল কার্যকর করা হবে না। কারণ এই তিনটি রাজ্য সংবিধানের ষষ্ঠ তপশিলের অন্তর্গত।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করেছে, তাতে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরামের ইনার লাইন পারমিটভুক্ত এলাকা এবং উত্তর পূর্বের ষষ্ঠ তফশিলভুক্ত এলাকাগুলিকে বাদ রাখা হয়েছে।

যার ফলে, নাগরিকত্ব সংশোধনী বিলের আওতায় যাঁরা ভারতীয় নাগরিকত্ব পাবেন, তাঁরা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামের বাসিন্দা হতে পারবেন না। এছাড়া, ইতিমধ্যেই যাঁরা ভারতীয় নাগরিক, তাঁদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ লাগু হবে।

একই সঙ্গে অসম, মেঘালয় ও ত্রিপুরা ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত হবার কারণে এই বিলের আওতা থেকে বাদ থাকবে। বিলে বলা হয়েছে, অসম, মেঘালয় এবং ত্রিপুরার যেসব অংশ সংবিধানের ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত এবং যেসব জায়গা ১৮৭৩ সালের বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশনের নোটিফিকেশনের আওতায় পড়ে, সেসব অঞ্চলগুলির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনী বিলের ধারা প্রযোজ্য হবে না।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। আগামী ৯ এই বিল লোকসভা পেশ করা হবে এবং ১০ ডিসেম্বর রাজ্যসভায় পেশ করা হবে। গোটা দেশে এনআরসি চালু করতে এই বিল পাস করাতে মরিয়া মোদী সরকার।