‘সরাসরি সম্প্রচার করা হোক ধর্ষকদের ফাঁসি’
কলকাতা: হায়দরাবাদের ধর্ষণ কাণ্ডে উত্তাল গোটা দেশ। ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। কেউ চাইছেন দোষীদের ফাঁসিতে ঝোলানো হোক। অভিযুক্তের মা চেয়েছেন, তার ছেলেকেও পুড়িয়ে মারা হোক। উত্তাল সংসদও। নারীদের সুরক্ষায় কঠোরতম শাস্তি চেয়েছেন দেশের সাংসদরা। তৃণমূল কংগ্রেসের সংসদ শতাব্দী রায় সংসদে বলেন, ধর্ষণে অভিযুক্তদেরকে কোন আইনি সহায়তা দেওয়ার দরকার নেই। আদালতে ফাঁসির সাজা, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা এসবের কোন দরকার নেই। ধর্ষকদের সরাসরি ফাঁসি দেওয়া হোক। আর তা সরাসরি সম্প্রচার করা হোক।
গত সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, ধর্ষকদের জনগণের হাতে তুলে দেওয়া হোক। মানুষই ওদের গণপিটুনি দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করুক। জয়ার সেই দাবিকে সমর্থন জানিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ও।
যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বলেন, শুধুমাত্র দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তিই মহিলাদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে পারে। অভিনেত্রী- সাংসদ মিমি চক্রবর্তী বলেন, সব মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, এমন কঠোর আইন আনা প্রয়োজন, ধর্ষণ করার আগে ১০০ বার ভাবা উচিত। এমনকি মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্যে তাকাতে ভয় পায়।
বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় টুইট বার্তায় লিখেছেন, তোমাকে রক্ষা করতে পারেনি এর জন্য আমি দুঃখিত। খুনিদের দ্রুত ফাঁসি দেওয়া উচিত। আর সেটা করা উচিত জনগণের সামনে।