Saturday, May 4, 2024
Latestদেশ

ভারতকে বোঝেন না মোদী, বোঝেন শুধু ‘হিন্দুত্ব’: অমর্ত্য সেন

নিউ ইয়র্ক: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর অভিযোগ, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে ভারতের বহু-ধর্মীয় ও বহুনৃতাত্ত্বিক পরিচয় নষ্টের চেষ্টা করছে। একটি মার্কিন পত্রিকাকে দেওয়া  সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অমর্ত্য সেন বলেন, আজকের ভারতে যে সংকীর্ণ হিন্দু চিন্তাধারা দৃশ্যমান হয়েছে বাংলাদেশে সেই ধরণের সংকীর্ণ মুসলমান চিন্তাধারা প্রতিফলিত হয়নি। তিনি বলেন, ভারতে যতক্ষণ এটা ইচ্ছাকৃতভাবে এটা নষ্ট করার চেষ্টা না হয়েছে তার আগে পর্যন্ত তাদের জন্যও এটা অনেক বড় ভূমিকা রেখেছে।

অমর্ত্য সেনের মতে, বহু ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের চেয়ে অনেক বেশি সফল। তাঁর মতে, বাংলাদেশের জাতিগত সহাবস্থান অনেক বড় ভূমিকা রেখেছে। গড় আয়ু, নারী স্বাক্ষরতার মতো ক্ষেত্রগুলিতে বাংলাদেশ এখন ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু, আলোচনাকেই ভয় পাচ্ছে বর্তমান মোদী সরকার। ভোট যে পদ্ধতিতেই নেওয়া হোক, আলোচনাকে ভয়ের বস্তু ভাবলে, গণতন্ত্র অর্জন করা সম্ভব নয়। আক্ষেপ করে অমর্ত্য সেন বলেন, ভারতে এখন কট্টর হিন্দুত্ববাদের দাপট চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু ধর্ম ও জাতির দেশ ভারতকে ঠিক করে বোঝেনই না।