Friday, May 17, 2024
খেলা

এবার একই মঞ্চে মোদী, অমিত শাহ ও সৌরভ

চেন্নাই: করোনার প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে মানুষের জীবনযাত্রা। করোনা পরবর্তী ঘরের মাঠে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারত ও ইংল্যান্ড সিরিজ খেলবে গুজরাটের মোতেরাতে (Motera world’s biggest cricket stadium)। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, ভরা গ্যালারি নিয়ে ম্যাচ হতে কোনও সমস্যা নেই।

ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ দেখতে মোতেরাতে আমন্ত্রণ জানানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

উল্লেখ্য, রবিবার অ্যাপেলো হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন সৌরভ। তাঁর বুকে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী দুই সপ্তাহ বাড়িতে বিশ্রামে থাকবেন তিনি। তারপর ফের স্বাভাবিক জীবনে ফিরবেন দাদা। তাই সিরিজের তৃতীয় টেস্ট মোতেরায় মহারাজ হাজির থাকলে অবাক হওয়ার কিছু নেই।

মোতেরা টেস্ট অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি। সেইসময় সৌরভ বিমানেও চড়তে পারবেন, এমনটাই জানা গিয়েছে। এক লাখ ১০ হাজার আসন বিশিষ্ট মোতেরা স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। ওই স্টেডিয়ামেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।