Monday, November 17, 2025
রাজ্য​

৩০ বছরের সম্পর্কে ইতি টেনে তৃণমূল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার

ডায়মন্ড হারবার: দীর্ঘ ৩০ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার (Deepak Halder)। তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও তৃণমূল ভবনে ইস্তফাপত্র স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন।

তৃণমূলের সদস্য পদ ত্যাগের বিষয়ে দীপক হালদার বলেন, দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। চিঠি দিয়ে দলকে নিজের সিদ্ধান্তের কথা  জানিয়েছি।

তবে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, দল ছাড়ার পর আমি ডায়মন্ড হারবারের বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলছি। তাঁদের পরামর্শ নিয়ে, তাঁদের সঙ্গে কথা বলেই অন্য দলে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে তৃণমূল আর দীপকের মধ্যে টানাপোড়ন চলছিল। নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুপস্থিত ছিলেন। দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা যেত না। দলের জেলা সংগঠন এবং স্থানীয় কয়েকজন যুবনেতার দিকে অভিযোগও জানান দীপক।

কিছুদিন আগে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান দীপক। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ডায়মন্ড হারবারের বিধায়কের বিজেপিতে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা।