Thursday, May 2, 2024
Latestদেশ

দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: আজ গোটা বিশ্ব মেতে উঠেছে ক্রিসমাস পালনে। এদিনটিকে যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে মেনেই পালন করা হয়। সাজানো হয় ক্রিসমাস ট্রি, কেক-উপহারে। শুভ কামনায় মেতে ওঠেন সকলে। দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার সকালে টুইট করে দেশবাসীকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নমো। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, যিশু খ্রিস্ট যে শিক্ষা আমাদের দিয়ে গিয়েছেন তা সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা। দয়া ও সমবেদনার মূর্ত প্রতীক ছিলেন তিনি। বড়দিনে সবাইকে শুভেচ্ছা।


বড়দিনে ক্রিসমাস ট্রি, কেক কেটে ঘরে ঘরে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। এই উৎসব এখন আর শুধু খ্রিস্টানদের নয়। গোটা বিশ্বের সকল ধর্মের মানুষই এই উৎসবে মেতে ওঠে। ক্রিসমাস ট্রির এই ফার গাছকে সুখ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। উত্তর ইউরোপের মানুষ বিশ্বাস করতেন, বাড়িতে চিরসবুজ এই ফার গাছ লাগালে অশুভ শক্তি দূর হয়। সেখান থেকেই বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা শুরু হয়।