Thursday, June 19, 2025
Latestদেশ

ভারতরত্ন বাজপেয়ীর ৯৫তম জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি: আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ৯৫তম জন্মবার্ষিকী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির ‘সদাইভ অটল’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অটল বিহারি বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী থাকাকালীন বাজপেয়ীর বিভিন্ন মুহূর্তের স্মৃতি রয়েছে ওই ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডে নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছে, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এ বিষয়টা সম্পর্কে অদ্ভুত জ্ঞান ছিল অটলজির। তাঁর ভাষণের যতটা শক্তি ছিল, ঠিক ততটাই জোর ছিল তাঁর মৌন থাকাতেও।


১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন অটল বিহারি বাজপেয়ী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সক্রিয় সদস্য ছিলেন তিনি। ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বাজপেয়ী।

১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত লখনউ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন বাজপেয়ী। তিন বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বাজপেয়ী। ১৯৯৬ সালে ১৩ দিন, ১৯৯৮-৯৯ এ ১৩ মাস এবং ১৯৯৯-২০০৪ এ পুরো পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন তিনি। তাঁর সময়ই রাজস্থানের পোখরানে সফল ভাবে পরমাণু পরীক্ষা করে ভারত। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানকে হারায় ভারতীয় সেনাবাহিনী। বাজপেয়ীকে ২০১৫ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।