সম্পত্তি ভাঙচুর, ২৮ জনকে ১৪.৮৬ লাখের ক্ষতিপূরণ নোটিশ যোগী প্রশাসনের
লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশ। রাস্তায় নেমে বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তি ভাঙচুর করে। জ্বালিয়ে দেওয়া হয় যানবাহন। ‘বদলা নেওয়া হবে’, অশান্তির পর হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিক্ষোভের পর এবার সরকারি সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু করে দিল যোগী প্রশাসন। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভে যে পরিমাণ সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, তার ক্ষতিপূরণ আদায়ের জন্য ২৮ জনকে নোটিশ পাঠালো রামপুর জেলা প্রশাসন। নোটিশে ক্ষতিপূরণের হিসেবে চাওয়া হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

রামপুরের জেলাশাসক এ কে সিং জানিয়েছেন, CCTV ফুটেজ ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। ২৮ জনকে নোটিশ পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। জবাব দিতে না পারলে আমরা ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু করব।
ক্ষতিপূরণের হিসাব উল্লেখ করা হয়েছে, পুলিশের জিপ ভাঙচুরের জন্য সাড়ে ৭ লাখ টাকা, মোটরবাইক ভাঙচুরের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং হেলমেট- ১০টি পুলিশের লাঠি ইত্যাদি ভাঙচুর করে বিক্ষোভকারীরা।