Monday, June 16, 2025
Latestদেশ

কেউ মরতে এলে সে বাঁচবে কী করে, CAA প্রতিবাদ প্রসঙ্গে প্রশ্ন যোগীর

লখনউ: সিএএ বিরোধী প্রতিবাদীদের মৃত্যু নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাগরিকত্ব আইনের প্রতিবাদ সম্পর্কে যোগী আদিত্যনাথ বলেছেন, আগার কোই মারনে কে লিয়ে আ রাহা হে তো ও জিন্দা কাহান সে হো জায়েগা। যার বাংলা অর্থ- কেউ যদি মরতে চায়, তাকে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে ?

গত ডিসেম্বরে সিএএ বিরোধিতায় হিংসা ছড়িয়ে পড়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। সিএএ বিরোধী প্রতিবাদে সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের বিধানসভায় যৌথ অধিবেশনে আদিত্যনাথ বলেন, কেউ যদি কোনও নিরপরাধ ব্যক্তিকে মারতে যায়, এবং পুলিশ তাকে চ্যালেঞ্জ করে, তবে হয় সে মরবে, না হয় পুলিশ মরবে।

যোগী আদিত্যনাথ দাবি করেন, পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। যারা গণ্ডগোল পাকিয়েছিল, তাদের বুলেটেই লোকজন মারা গিয়েছে। বিক্ষোভকারীদের ছড়ানো হিংসার পেছনে রাজনৈতিক মদত ছিল বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, মুহম্মদ আলী জিন্নাহর স্বপ্ন পূর্ণ করতে চায় বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, গত সোমবার উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, রাজ্যে সিএএ বিরোধী প্রতিবাদ চলাকালীন নিহত হয়েছেন ২২ জন। পাশাপাশি, আহত হন ৮৩ জন সাধারণ মানুষ ও বিক্ষোভকারী। আহত হন ৪৫৫ জন পুলিশকর্মী। এর আগে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছিল, হিংসায় বলি ২০ জন।