১০০ কোটিকে শাসন করার শক্তি রাখে ১৫ কোটি মুসলিম, হুমকি AIMIM নেতার
বেঙ্গালুরু: ভারতের ১৫ কোটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ১০০ কোটি মানুষকে শাসন করার শক্তি রাখে বলে হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর মুখপাত্র ওয়ারিস পাঠান। সম্প্রতি কর্ণাটকের গুলবার্গা নামক এলাকায় সিএএ বিরোধী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। তার বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই প্রবল বিতর্ক দানা বেঁধেছে। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন অনেকেই।
সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জনসভায় বক্তব্য রাখছেন ওই AIMIM নেতা ওয়ারিস পাঠান। সেখানে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় মুসলিম নারীদের বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন সেই বিষয়টি উল্লেখ করেন তিনি। তাদের স্ত্রী সিংহদের সঙ্গে তুলনা করে ওয়ারিস পাঠান বলেন, তারাই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে দিয়েছেন।
#WATCH AIMIM leader Waris Pathan: …They tell us that we’ve kept our women in the front – only the lionesses have come out&you’re already sweating. You can understand what would happen if all of us come together. 15 cr hain magar 100 ke upar bhaari hain, ye yaad rakh lena.(15.2) pic.twitter.com/KO8kqHm6Kg
— ANI (@ANI) February 20, 2020
এরপরেই ওয়ারিস পাঠান বলেন, শুধুমাত্র সিংহীদের (মুসলিম মহিলারা) বেরিয়ে আসতে দেখেই আপনাদের ঘাম ছুটেছে। তাহলে চিন্তা করুন আমরা সবাই যদি একসঙ্গে রাস্তায় বেরিয়ে আসি তাহলে কী হবে। যখন পুরো সম্প্রদায় একত্রিত হবে, তখন তা আরো ছড়িয়ে যাবে। তখন বিরাট সমস্যায় পড়বে এদেশের ১০০ কোটি মানুষ।
AIMIM নেতা ওয়ারিস পাঠানের হুমকি, আমরা মাত্র ১৫ কোটি মুসলিম। কিন্তু, আমাদের শক্তি এদেশের ১০০ কোটি সংখ্যাগরিষ্ঠ জনগণের থেকে অনেক বেশি। আমরা মনে করলেই ওদের স্বাধীনতা যেকোনো মুহূর্তে কেড়ে নিতে পারি।