Monday, June 16, 2025
Latestদেশ

রাম মন্দির ট্রাস্টের সভাপতি হলেন মহন্ত নৃত্যগোপাল দাস, গুরুত্বপূর্ণ ভূমিকায় মোদী ঘনিষ্ঠ

লখনউ: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টের সভাপতি হিসেবে মহন্ত নৃত্যগোপাল দাসকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহ-সভাপতি চম্পত রায়কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নির্মাণ কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রকে।

রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ করা হয়েছে গোবিন্দ গিরিকে। রাম মন্দির তৈরির জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম বৈঠকটি হয় রামলালার আইনজীবী কেশওয়ান আয়েঙ্গার পরশরনের দিল্লির গ্রেটার কৈলাসে অবস্থিত বাড়িতে। এদিনের বৈঠকে সব বিষয় নিয়ে আলোচনা হয়। রামলালার ভিত্তি প্রস্তর স্থাপন থেকে নির্মাণের সমাপ্তির জন্য সময় নির্ধারণের মতো বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।


রাম মন্দির ট্রাস্টের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পরে নৃত্যগোপাল দাস সংবাদসংস্থা এএনআইকে বলেন, মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যত দ্রুত সম্ভব রাম মন্দির নির্মাণ করা হবে।

রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য বিশ্ব প্রসন্ন তীর্থ স্বামী বলেন, মন্দির নির্মাণ কমিটির সভা আগামী মাসে অনুষ্ঠিত হবে। সেই সভায় মন্দির নির্মাণের তারিখ নিয়ে আলোচনা হবে। আমি মনে করিছি, ২ এপ্রিল উপযুক্ত দিন হবে না। কেননা, সেদিন রাম নবমী উপলক্ষে লাখ লাখ মানুষ অযোধ্যায় উপস্থিত থাকবেন।