Sunday, May 19, 2024
দেশ

মণিপুর: অশান্তির জেরে দুই মাস বন্ধ থাকার পরে আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুলগুলি খুলে গেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুই মাস বন্ধ থাকার পর আজ, বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে মণিপুরের স্কুলগুলো আবার খুলেছে। ৩ মে থেকে জাতিগত অশান্তির জেলে স্কুল বন্ধ ছিল। নবম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আজ থেকে স্কুলে যেতে পারবে।

শিক্ষা অধিদপ্তরের (বিদ্যালয়) ডিরেক্টর এল নন্দকুমার সিং জানিয়েছেন, “শিক্ষা দফতর, স্কুল মণিপুরের অধীনস্থ সমস্ত জোনাল শিক্ষা আধিকারিকদের এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মণিপুরে ১,২২৯টি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি রয়েছে। বৃহস্পতিবার থেকে সেগুলি চালু হল। তবে যে স্কুলগুলিতে আশ্রয় শিবির রয়েছে বা আধাসেনা বাহিনী যেখানে রয়েছে, সে স্কুল বৃহস্পতিবার খোলা হবে না। সেগুলি খোলার বিষয়ে পরবর্তী কালে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। মণিপুরে মোট স্কুল ৪,৬১৭টি। তার মধ্যে ১০০টি স্কুলে শিবির রয়েছে।

২ মাস ধরে অস্থিরতার কারণে বিভিন্ন মানের প্রায় ৬০০০ শিক্ষার্থী বাস্তুচ্যুত হয়েছে। ৪ মে থেকে ৩০ মে পর্যন্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছিল। তবে মণিপুর জুড়ে অশান্তির জেরে পরে ছুটি বাড়ানো হয়েছিল। অশান্তির জেরে যেসকল পড়ুয়া আশ্রয় শিবিরে রয়েছে, তাঁদের বিনামূল্যে কাছের স্কুলে ভর্তি হওয়ার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

মণিপুরের মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতার ফলে ইতিমধ্যে ১০০ জনেরও বেশি প্রাণহানি হয়েছে এবং হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।