Sunday, September 15, 2024
দেশ

এবার স্বদেশী ওয়েব ব্রাউজার তৈরি করতে চলেছে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাওয়ার পথে ভারত। এবার নিজস্ব ওয়েব ব্রাউজার তৈরির সিদ্ধান্ত নিল ভারত সরকার। এটি করতে পারলে ইউজাররা গুগল ক্রোম, সাফারি, ফায়ার ফক্সকে বিদায় জানিয়ে দেশীয় ওয়েব ব্রাউজারে সব কাজ করতে পারবে। 

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক Indian Web Browser Development Challenge নামে নতুন একটি পরিকল্পনা লঞ্চ করেছে। ৯ আগস্ট দিল্লিতে এই প্রকল্প লঞ্চ করা হয়েছে। কেন্দ্রের এই প্রকল্পের লক্ষ্য বিশ্বের জন্য ভারতীয় ওয়েব ব্রাউজার তৈরি করা।

দিল্লিতে এই প্রকল্পের লঞ্চ করতে গিয়ে সার্টিফায়িং অথরিটিজের কন্ট্রোলার অরবিন্দ কুমার জানিয়েছেন, ভারতের জন্য এটি একটি অভাবনীয় মুহূর্ত। ভারত নতুন একটি যাত্রায় সামিল হতে চলেছে। বিশ্বব্যাপী আর্থিক মন্দার বাজারে ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে।

যারা এই ব্রাউজার তৈরি করতে পারবে সরকারের তরফে ৩.৪ কোটি টাকার নগদ পুরস্কার দেওয়া হবে। তবে এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য শর্ত রয়েছে। ব্রাউজারটি ভারতের কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথরিটিজের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে।

কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রযুক্তি নির্ভর স্টার্ট-আপ, MSMEs, বিভিন্ন কোম্পানি, LLPs (যেগুলি কোম্পানি অ্যাক্ট ২০১৩-র আওতায় ভারতে রেজিস্টার্ড বা নথিভুক্ত) তারা এই ওয়েব ব্রাউজার তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।