এশিয়ান হকি চ্যাম্পিয়ানস ট্রফিতে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারাতেই গোটা স্টেডিয়াম জুড়ে ‘বন্দে মাতরম’, মন ছুঁয়ে যাওয়ার মতো ভিডিও
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়ান হকি চ্যাম্পিয়ানস ট্রফিতে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। পাকিস্তানকে হারাতেই খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে চেন্নাইয়ের রাধাকৃষ্ণন স্টেডিয়ামে (Mayor Radhakrishnan Stadium) উপস্থিত দর্শকরা।
বড় ব্যবধানে ভারতের জয়ের পরেই উপস্থিত দর্শকরা সমবেত কণ্ঠে গাইতে শুরু করেন বন্দে মাতরম (Vande Mataram)। বন্দে মাতরম গাইতে গাইতে মোবাইলের টর্চ জ্বালিয়ে নাড়াচ্ছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অপূর্ব সেই ভিডিও মনে ছুঁয়ে যাওয়ার মতো।
দেখুন সেই ভিডিও-
The whole crowd in Chennai singing “Vande Mataram”.
India defeated Pakistan in the Asian Hockey Champions Trophy.pic.twitter.com/GrJKfqjJPp
— Johns. (@CricCrazyJohns) August 9, 2023