Sunday, May 19, 2024
Latestদেশ

সংবিধানের প্রতিটি ধারা মানতে বাধ্য মমতা, নাগরিকত্ব বিল প্রসঙ্গে বললেন রাম মাধব

নয়াদিল্লি: সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। বিল পাসের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) মুদ্রার এপিঠ-ওপিঠ। আসুন জোট বাঁধি। একটা লোককেও দেশ থেকে তাড়ানো চলবে না। নো এনআরসি। কোনও বিভাজন হবে না, নো ডিভাইড অ্যান্ড রুল।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতাকে নাকচ করে দিলেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেন, দেশের সংবিধানের প্রতিটি ধারা, সংস্থান মেনে কার্যকর করতে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বাধ্য।

সংবাদ সংস্থা এএনআইকে রাম মাধব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি প্রসঙ্গে বলব, নাগরিকত্ব সংশোধনী বিলটি সংসদের দুই কক্ষেই পাশ হবে। সেটি আইনে পরিণত হবে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সংবিধানের প্রতিটি ধারা, বিধি রূপায়ণ করতে দায়বদ্ধ। তিনি সেটি কার্যকর করতে রাজি না হলে সরকারের কি করণীয়, স্থির করবে।


রাম মাধব বলেন, এই বিল নিয়ে বিরোধীদের যুক্তি, বক্তব্য ভুল, বিভ্রান্তিকর, বিকৃত। গত ৭০ বছর ধরে ভারতে আসা অমুসলিমদের অন্তর্ভুক্ত করাই এর উদ্দেশ্য।

রাম মাধব বলেন, আগের সরকারগুলির অসমাপ্ত কাজ আমরা সম্পূর্ণ করছি। শুধু আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা নির্যাতিত হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যই এই বিল। তাঁরা ভারতে আশ্রয় নিয়ে নাগরিকত্ব গ্রহণ করতে পারেন।