কোনও ডকুমেন্ট ছাড়াই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিলটি লোকসভায় পাস করল মোদী সরকার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলটি পেশ করেন। ২৯৩-৮২ ভোটের ব্যবধানে এটি পাস হয়েছে। তবে বিলটিকে আইনে পরিণত করতে হলে রাজ্যসভাও পাস করতে হবে। তারপরই বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পাবেন।
জনগণনার সময় শুধু রেশন কার্ডের একটা কপি দিয়ে দেবেন, নাগরিকত্ব বিল নিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা এদিন লোকসভায় অমিত শাহ বলেন, অমুসলিমদের ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্ব পেতে, কোনও ডকুমেন্ট এমনকি রেশন কার্ডেরও প্রয়োজন হবে না, লাইনেও দাঁড়াতে হবে না। যেদিন থেকে ভারতে আসবে, সেদিন থেকেই তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
Refugees(non-Muslims from Af,Pak and Bangladesh) in Bengal don’t worry, don’t run to get a ration card or any other document, we will give you citizenship without any document, from the day you came: HM Amit Shah in Lok Sabha #CitizenshipBill
— vijaita singh (@vijaita) December 9, 2019
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার পর যদি কারও বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়, তাহলে নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর থেকে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে। নাগরিকত্ব পাওয়ার পর কারও বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত কোনও মামলা থাকবে না।
নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, ভারতে টানা ৫ বছর ধরে বসবাস করা অমুসলিমরা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অমিত শাহ বলেন, বহু মানুষ নরকের জীবন যাপন করছেন। ১৯৪৭ সালের পর যে সব শরণার্থী এসেছেন, তাঁদের ভারত স্বীকার করেছে। মনমোহন সিংহ, লালকৃষ্ণ আডবাণী পাকিস্তান থেকেই এসেছিলেন। ১৯৭১ সালের যুদ্ধের পর সব শরণার্থীদের ভারত আশ্রয় দিয়েছিল। ১৯৮৫ সালে অসমে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হয়েছিল।
বাংলার সাংসদদের উদ্দেশে অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করুন। এই বিল কোনও ভেদাভেদ করে না। এই বিল কারও অধিকার ছিনিয়ে নেবে না। পাকিস্তান, আফগানিস্থান, বাংলাদেশ থেকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তাই যাঁরা নাগরিকত্ব পেতে চায়, তাঁদের বাধা দেবেন না।