Monday, May 6, 2024
Latestদেশ

লোকসভায় পাশ নাগরিকত্ব বিল, পক্ষে ভোট ৩১১টি, বিপক্ষে ৮০টি

নয়াদিল্লি: লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করল মোদী সরকার। সারা দিন ধরে আলোচনার পরে সোমবার রাত ১২টা নাগাদ বিলের ওপরে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ভোট পড়েছে ৩১১টি। অন্যদিকে, বিলের বিপক্ষে ভোট পড়েছে ৮০টি।

এদিন সকালে লোকসভায় আলোচনার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলটির বিরুদ্ধে তীব্র আপত্তি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা। শুরু হয় আলোচনা। কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, এই বিল সংখ্যালঘুদের স্বার্থবিরোধী।

জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, .০০১% এর জন্যও কোনও সংখ্যালঘুর বিরোধী নয় এই বিল। বিরোধীদের উদ্দেশে  পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অমিত শাহ বলেন, আপনারা ওয়াকআউট করবেন না। আমি এই বিল নিয়ে সব প্রশ্নের উত্তর দেব।


এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের অভিযোগ, এই বিল সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে। সংবিধানের রচয়িতা আম্বেদকরের আদর্শের বিরোধী এই বিল!

তবে বিরোধীদের প্রবল আপত্তি উড়িয়ে মোদী সরকার সংখ্যাগরিষ্ঠতার জেরে অনায়াসেই বিলটি ভোটাভুটিতে পাশ করিয়ে নেয়। এই বিলের পক্ষে ভোট পড়ে ৩১১টি। আর বিলের বিপক্ষে ভোট পড়ে ৮০টি ভোট পড়ে। ফলে বিলটি অনায়াসেই পাশ হয়ে যায়এরপর রাজ্যসভায় বিলটি পাশ হলে এটি আইনে পরিণত হবে।

জানা গেছে, ১১ ডিসেম্বর বিলটি রাজ্যসভায় পেশ করা হতে পারে। বিলটি পাস হলে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের শরণার্থী হিসেবে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।