Sunday, May 19, 2024
কলকাতা

এবারের দুর্গাপুজোয় আসছে মমতার ৮টি গান, প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে মুখ্যমন্ত্রীর গাওয়া গান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। এই পাঁচটি দিনের জন্য গোটা বছরটা অপেক্ষা করে থাকে বাঙালি। আর পুজোর আগে সুখবর! এবারের দুর্গা পুজোতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গান আসছে।

জানা গেছে, এবারের পুজোতে মমতার লেখা ও সুর করা এবং গাওয়া ৮টি গান আসছে। যার মধ্যে ৬টি গানের রেকর্ড ইতিমধ্যেই হয়ে গেছে। বাকি ২টি গান খুব সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করবেন স্পেন সফর থেকে ফিরে। 

রেকর্ড হয়ে যাওয়া ৬টি গানের মধ্যে একটির নাম ‘শুভ জন্মদিন’। প্রাক্তন মুখ্যসচিব মলয় দে’র জন্মদিনে লিখে সুর দিয়েছেন মমতা। 

বলে রাখি, শুধু গান গাওয়া নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লেখা ও ছবি আঁকাতেও বেশ ‘জনপ্রিয়’। যদিও নেটিজেনদের একাংশ তাকে ট্রোল করেন। তবে সেসবে পাত্তা দিতে নারাজ মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, সম্প্রতি টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার জনপ্রিয় দুটি ধারাবাহিক গুড্ডি ও জগদ্ধাত্রীতে গান লেখা ও সুর দেওয়ার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।