Thursday, November 7, 2024
দেশ

শক্তি বাড়লো গেরুয়া শিবিরের, লোকসভা ভোটের আগে বিজেপির সঙ্গে জোট করলো দেবেগৌড়ার জেডিএস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে দেশের সবগুলো রাজনৈতিক দলই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। এবার চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) পর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ২০২৪ লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করছেন। জানা গেছে, আসন্ন লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করে লড়বে দেবেগৌড়ার দল জেডিএস।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় জেডিএসের। তাই এবার নিজেদের ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে জেডিএস। জেডিএস শীর্ষ নেতৃত্বের ধারণা, বিজেপির সঙ্গে জোট করলে কর্ণাটকে কংগ্রেসকে হারানো সম্ভব। তাই তারা লোকসভা ভোটে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন। 

বলে রাখি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যক্তিগত সম্পর্ক ভালো। দেবেগৌড়ার ছেলে তথা জেডিএসের বর্তমান সুপ্রিমো এইচডি কুমারস্বামী জোট গঠনের জন্য ইতিমধ্যেই নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। জোট বেঁধে লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, লোকসভা ভোটে কর্ণাটকে ২৮টি আসন নিয়ে রফা করা হয়েছে। যার মধ্যে ৫টিতে লড়বে জেডিএস।