Friday, May 17, 2024
বিনোদন

‘ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখুন’, অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: শিবলিঙ্গে কন্ডোম পরানোর ছবি শেয়ার করে তীব্র রোষের মুখে পড়েছেন টলি অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে উত্তাল হয়ে ওঠে স্যোশাল মিডিয়া। অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রবীণ রাজনীতিক তথা ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় থানায় এফআইআর দায়ের করেন তথাগত রায়।

এদিকে, পুরুলিয়ার জনসভা থেকে সায়নী ঘোষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপি নেতাকে একহাত করে নিয়ে তিনি বলেন, সায়নী সিনেমাতে কাজ করে। আজকে তাকে যেভাবে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে… আজ সকালেই শুনলাম তাকে ধমকাচ্ছে। তুমি দিল্লিতে ধমকাও, উত্তরপ্রদেশে ধমকাও, বিহারে ধমকাও, তুমি বাংলায় ধমকানোর আশা রাখো কোথা থেকে? ক্ষমতা থাকে সায়নীর গায়ে হাত দিয়ে দেখুন। টলিউডের গায়ে হাত দিয়ে দেখাও, সংস্কৃতিপ্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখুন।

নাম না করে বিজেপি নেতা তথাগত রায়ের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বয়স হয়ে গিয়েছে ভীমরতি যায় না। নাতনির বয়সি মেয়ে, তাকে প্রতিদিন ধমকাচ্ছে। কিসের জন্য? তার কি স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই?

উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সায়নী ঘোষের বাঙালিয়ানা মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ায়। এরপর ২০১৫ সালে অভিনেত্রীর টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি ছবি নিয়ে বিতর্ক চরমে ওঠে। একটি শিবলিঙ্গের ছবিতে কন্ডোম পরাচ্ছে এক মহিলা। মহিলাকে এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘বুলাদির শিবরাত্রি’। ‘এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর’। ওই টুইটে হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট করা হয়েছে বলে উত্তাল হয়ে ওঠে স্যোশাল মিডিয়া।

অবস্থা বেগতিক দেখে আসরে নামেন স্বয়ং অভিনেত্রী। তিনি দাবি করেন, ২০১৫ সালে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেই সময় এই ছবিটি পোস্ট করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরে টুইটটি ডিলিট করে দিয়েছেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, হিন্দু ধর্মের অপমান করতে চাননি তিনি।