Monday, May 6, 2024
বিনোদন

‘আল্লাহকে উপহাস করার হিম্মত আছে?’, তাণ্ডবের পরিচালক আলি আব্বাস জাফরকে প্রশ্ন কঙ্গনার

মুম্বাই: গত ১৫ জানুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে তাণ্ডব ওয়েব সিরিজ। যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তিনি বলেন, শুধুমাত্র হিন্দুদের ভাবাবেগে আঘাতকারী নির্মাতাদের জেলে পাঠানো উচিত।

তাণ্ডব ওয়েব সিরিজের পরিচালক আলি আবাস জাফরের (Ali Abbas Jafar) উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঙ্গনা রানাওয়াত বলেন, আল্লাহকে উপহাস করার হিম্মত আছে? টুইটে বলিউড কুইন বলেন, দর্শকদের উপর মানসিক অত্যাচারে অভিযোগে নির্মাতাদের জেলে পাঠানো উচিত।

বিজেপি নেতা কপিল মিশ্র টুইটে বলেন, আলি আব্বাস জাফরজি কখনও নিজের ধর্ম নিয়ে সিনেমা বানিয়ে ক্ষমা চেয়ে দেখুন না। মত প্রকাশের সমস্ত স্বাধীনতা হিন্দু ধর্মের ক্ষেত্রেই কেন? কখনও নিজের আল্লাহর উপহাস করেও ক্ষমা চান। দেশের আইন আপনার অপরাধের বিচার করবে। বিষাক্ত কাহিনি ফেরত নিন, তাণ্ডব নিষিদ্ধ করতেই হবে।

কপিল মিশ্রর করা টুইট শেয়ার করেই হিন্দিতে কঙ্গনা লেখেন, ক্ষমা চাওয়ার জন্য বাঁচবে নাকি? সোজা গলা কেটে দেবে, জেহাদি দেশ ফতোয়া জারি করবে, লিব্রু মিডিয়া ভার্চুয়াল লিঞ্চিং করে দেয়, তোমায় শুধু খুনই করে দেবে না সেই মৃত্যুর আবার যুক্তি দেখিয়ে দেবে। বলো আলি আব্বাস জাফর, আল্লাহকে উপহাস করার হিম্মত আছে?

তাণ্ডব নিষিদ্ধের দাবি জানিয়েছেন একাধিক বিজেপি নেতা। দেশের নানা প্রান্তে দায়ের করা হয়েছে এফআইআর। তাণ্ডবের পরিচালক আলি আব্বাস জাফরের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অবস্থা বেগতিক দেখে টিম তাণ্ডবের তরফে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে। বলা হয়েছে, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাননি তারা। তারপরও যদি কেউ তাঁদের জন্য আঘাত পেয়ে থাকেন, তার জন্য তারা ক্ষমাপ্রার্থী।