Monday, April 29, 2024
খেলা

ইতিহাসের পাতায় লেখা থাকবে এই জয়: সৌরভ; ৫ কোটি টাকা বোনাস ঘোষণা বিসিসিআইয়ের

কলকাতা: ব্রিসবেনে স্মিথদের অহংকার ধুলোর সাথে মিশিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ পকেটে পুরল ভারত। পুরস্কার হিসেবে রাহানেরা দেশে ফিরলেই পাবেন ৫ কোটি টাকার টিম বোনাস। টুইট করে জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)।

টুইটে সৌরভ এদিন লিখেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট সিরিজ জেতা অসাধারণ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজীবন এই জয় স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই ৫ কোটি টাকা টিম বোনাস ঘোষণা করছে। যদিও কোনও সংখ্যা দিয়ে এই জয়ের মূল্যায়ন সম্ভব নয়। সফররত দলের প্রত্যেকে দুর্দান্ত খেলেছেন।

চোটে জর্জরিত দল এবং প্রথম সারির ৬ জন ক্রিকেটার দলে না থাকা সত্বেও অজি ভূমিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারালো রাহানেরা। চার ম্যাচের এই টেস্ট সিরিজ ভারত জিতে নিল ২-১ ব্যবধানে। ২০১৮-১৯ মরসুমে স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তবে এবার স্মিথ-ওয়ার্নার সমৃদ্ধ অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাটিতেই হারালো কোহলিহীন আনকোরা টিম ইন্ডিয়া।

টিম ইন্ডিয়াকে প্রশংসার বন্যায় ভরিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহও। অজিঙ্কা রাহানে, শুভমান গিল, ঋষভ পান্থ ও দলের কোচ রবি শাস্ত্রীর নাম ধরে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিশেষ ধন্যবাদ দিয়েছেন মহম্মদ সিরাজকে। জয় লিখলেন, গোটা দেশকে অনুপ্রাণিত করেছে এই জয়।