Wednesday, May 22, 2024
Latestরাজ্য​

আইন হাতে তুলে নেওয়া উচিৎ নয়, হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে প্রতিক্রিয়া মমতার

কলকাতা: হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ ও পুড়িয়ে খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ। এই এনকাউন্টারে হায়দরাবাদ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। তবে কলকাতার মেয়ো রোডে সংহতি দিবসের মঞ্চে দাঁড়িয়ে হায়দরাবাদ এনকাউন্টার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইন হাতে তুলে নিয়ে নয়, কড়া আইনের মাধ্যমেই ধর্ষকদের সাজা দেওয়া উচিত। দ্রুত বিচার করে চার্জশিত পেশ করে সাজা দেওয়া উচিত। একই সঙ্গে তিনি বলেন, এনকাউন্টার নিহত অভিযুক্তদের দেহ ময়নাতদন্তের পরে তিনি এনিয়ে মন্তব্য করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দ্রুত বিচারের জন্য পশ্চিমবঙ্গে ৮৫টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে। বিচার ব্যবস্থা আরও দ্রুত হওয়া দরকার। দ্রুত চার্জশিট পেশ করে আদালতে অভিযুক্তদের বিচার হওয়া দরকার। আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। আদালতের মাধ্যমেই দোষীদের সাজা দেওয়া উচিত।

সম্প্রতি মালদহে ধর্ষণের পরে নির্যাতিতাকে পুড়িয়ে হত্যার ঘটনায় ইতিমধ্যেই রাজ্য তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের রিপোর্টের পরই বলতে পারব। তবে যা ঘটেছে লজ্জা পাই।

অন্যদিকে, উত্তরপ্রদেশের উন্নাওয়ের নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় মমতা বলেন, হায়দরাবাদ, উন্নায়ের ঘটনা দুঃখ দেয়। উন্নাওয়ে নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। জ্বলন্ত অবস্থায় ১ কিলোমিটার রাস্তা দৌড়েছেন। কেউ এগিয়ে আসেননি। কেন সুরক্ষা দেওয়া হল না?

মুখ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী কড়া শাস্তি দিতে হবে অভিযুক্তদের। আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। পুলিশের উদ্দেশে  মমতা বলেন, এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে চার্জশিট পেশ করতে হবে। যে পুলিশ কর্তব্যে অবহেলা করবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। পুলিশের কাজ করবে, আদালত আদালতের কাজ করবে।