Wednesday, May 1, 2024
Latestদেশ

এনকাউন্টারের সাথে যুক্ত প্রত্যেক পুলিশকে ‘সংবর্ধনা’ জানানো হোক: উমা ভারতী

নয়াদিল্লি: হায়দরাবাদে তরুণী পশু চিকিত্‍‌সককে গণধর্ষণ ও পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্ত চার যুবককে এনকাউন্টারে খতম করল পুলিশ। পুলিশ এই খবর নিশ্চিত করে জানিয়েছে, অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেসাভুলুর এনকাউন্টারে মৃত্যু হয়েছে।

পুলিশের জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ সামশাবাদের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে কাছে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য অভিযুক্তদের অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করায় পুলিশ বাধ্য হয়ে গুলি করে। মৃত্যু হয় ২৬ বছর বয়সী তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে অভিযুক্ত চারজনের।

অভিযুক্ত চারজনকে এনকাউন্টরে হত্যা করার পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী তেলেঙ্গানা পুলিশের ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, বোনের (নির্যাতিতা তরুণী) আত্মা এতে শান্তি পাবে আর দেশের মহিলাদের ভয় দূর হবে, জয় তেলেঙ্গানা পুলিশ।


বরিষ্ঠ বিজেপি নেত্রী উমা ভারতী টুইটে লেখেন, এই শতাব্দীর ১৯তম বছরে এসে নারীদের সুরক্ষা প্রদানের সবচেয়ে বড়ো ঘটন এটি। এই এনকাউন্টারের সাথে যুক্ত প্রতিটি পুলিশকে সংবর্ধনা জানানো উচিত।