Tuesday, May 21, 2024
রাজ্য​

চক্রান্ত করে আমাকে ধাক্কা মেরেছে ৪-৫ জন: মমতা

কলকাতা: বুধবার সন্ধ্যায় চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, চক্রান্ত করে পিছন থেকে তাঁকে চার পাঁচ জন মিলে ধাক্কা মেরেছে। উল্লেখ্য, এদিন নন্দীগ্রামে একটি শিব মন্দিরে পূজো দেওয়ার পর মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর দাবি, একটি মন্দিরে হরিনাম এবং সংকীর্তন শুনতে গিয়েছিলেন তিনি। প্রচণ্ড ভিড় ছিল। এই সময় জেলার পুলিশ সুপার সেখানে ছিলেন না। স্থানীয় কোনও পুলিশও ছিল না। ধাক্কা দেওয়া হয় তাঁকে। মাটিতে পড়ে যান তিনি। তাঁর বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লেগেছে। পা ফুলে গেছে। জ্বর এসেছে।

চোট পাওয়ার পর গ্রিন করিডরের মধ্য় দিয়ে কলকাতায় আনা হয় তৃণমূল নেত্রীকে। নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। স্ট্রেচারে করে তাঁকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়। পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার পর একাধিক মন্দিরে যান মমতা। বিকালে রানিবাঁধের একটি মন্দিরে হরিনাম এবং সংকীর্তন শুনতে যান। মন্দির থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে থেকে ধাক্কা দেওয়া হয় তাঁকে। মুখ থুবড়ে পড়ে যান তিনি। বাঁ-পায়ে আঘাত লাগে তাঁর। মাথায় এবং কপালেও চোট লাগে।