ভোটে হারবেন জেনে সহানুভূতি পেতে ‘নাটক’ করছেন মমতা: অর্জুন সিং
কলকাতা: নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডরের মধ্য় দিয়ে কলকাতায় আনা হচ্ছে তাঁকে। ভর্তি করা হয়েছে এসএসকেএমে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে ৪-৫ জন পেছন থেকে ধাক্কা দিয়েছে তাঁকে। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এদিকে, রাখঢাক না করেই মমতা বন্দ্যোপাধ্যায় ‘নাটক’ করছেন বলে অভিযোগ করেছেন অর্জুন সিং (Arjun Singh)।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করলেন তিনি। অর্জুন সিংয়ের দাবি, আসন্ন বিধানসভা ভোটে হারবেন জেনে সহানুভূতি পেতে ‘নাটক’ করছেন মমতা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও একই অভিযোগ করেছেন।
অর্জুন সিং কটাক্ষ করে বলেছেন, মুখ্যমন্ত্রী তো রাজ্যের পুলিশমন্ত্রী। তিনি যেখানে যান, তার দু’কিলোমিটার আগে থেকেই গাড়ি আটকে দেওয়া হয়। যদি কেউ ধাক্কা মেরে থাকেন, তাহলে তাঁর ফাঁসি হওয়া উচিত।
অর্জুন সিংয়ের দাবি, এর আগেও মিথ্যা কথা বলেছেন মমতা। এবার ভোটে হারবেন জেনে মিথ্যা কথা বলে সহানুভূতি পাওয়ার জন্য নাটক করছেন উনি। তাঁর কথায়, তালিবানরা কি তাঁর কনভয়ে হামলা চালিয়েছে? তাঁর সঙ্গে পুলিশ বাহিনী থাকে। তাঁর কাছে কে যেতে পারেন? ৪ জন আইপিএস অফিসার তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকেন। তাঁদের অবিলম্বে বরখাস্ত করা উচিত। সহানুভূতি পেতে নাটক করছেন মমতা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

