Monday, April 29, 2024
কলকাতা

সবাই যাতে ভুয়োদের OMR শিট দেখতে পান সেই ব্যবস্থা করা হোক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, আদালতের কড়া নির্দেশের পরেও সততার পথে হাঁটছে না স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশ মেনে সন্দেহজনক ৯৫২ জনের OMR শিট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু ওএমআর শিট দেখতে গেলে প্রার্থীর রোল নম্বর জন্ম তারিখ দেওয়া লাগছে। যার ফলে যে কেউই OMR শিট দেখতে পারছেন না। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি বলেন, ‘আদালতের নির্দেশের পরেও স্কুল সার্ভিস কমিশনের কার্যকলাপ দেখে আমি হতবাক। আদালত OMR শিট প্রকাশ্যে নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। কিন্তু OMR শিট দেখতে গেলে প্রার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে কেন? এই ঘোমটার পিছনে কারণ কি? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘স্কুল সার্ভিস কমিশনের উচিত দুর্নীতি প্রকাশ্যে নিয়ে আসা। কিন্তু সেটা না করে তারা দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে।’

বিচারপতি বলেন, ‘স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় আদালত একেবারেই সন্তুষ্ট নয়। নির্দেশ দেওয়ার পরেও স্বচ্ছতার পথে হাঁটছে না কমিশন।’

এদিকে এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের সচিব অর্ণব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘সমস্ত OMR শিট আপলোড করা হয়েছে। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা আশা করছি বৃহস্পতিবারের মধ্যে সকলে রোল নম্বর এবং জন্মতারিখ ছাড়াই দেখতে পারবেন।’