Sunday, May 19, 2024
দেশ

এবার থেকে রেল স্টেশনে বিক্রি হবে কম দামে স্যানিটারি প্যাড, কন্ডোম

নয়াদিল্লি: এবার থেকে রেল স্টেশনেও বিক্রি হবে স্টানিটারি ন্যাপকিন এবং কন্ডোম। বাজার চলতি মূল্যের থেকে দামও কম রাখা হবে এইগুলির। শুধুমাত্র রেলযাত্রীরা নয়, আশপাশের এলাকার লোকজনরাও কিনতে পারবেন। সম্প্রতি শৌচাগার নীতিতে এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রেলওয়ে বোর্ড।

স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের বাড়িতে শৌচাগার না থাকায় স্টেশন চত্বরেই শৌচকর্ম করেন তাঁরা ৷ স্টেশনের শৌচাগারে টাকা লাগে বলে সেখানেও যেতে চান না অনেকে ৷ ফলে গোটা এলাকাটাই অস্বস্থ্যকর হয়ে যায় ৷ এই অসুবিধার কথা মাথায় রেখেই নতুন এই ব্যবস্থা চালু করার কথা ভাবছে ইন্ডিয়ান রেলওয়ে।

স্টেশন চত্বরে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার তৈরি করতে চায় রেল কর্তৃপক্ষ, যার মাধ্যমে ঋতুস্রাব সংক্রান্ত পরিচ্ছন্নতা ও গর্ভনিরোধক ব্যবহারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা হবে। প্রতিটি শৌচাগারে ছোট কিয়স্ক থাকবে যেখানে কম দামে স্যানিটারি প্যাড পাওয়া যাবে। পাশাপাশি কন্ডোমও মিলবে।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে দেশের ৮,৫০০টি স্টেশনে খোলা হবে এই দোকান। একটি দোকান থাকবে স্টেশনের বাইরে। আর একটি রাখা হবে স্টেশন চত্বরের ভিতরে। শৌচাগার রক্ষণাবেক্ষণের জন্য তিনজন করে কর্মী থাকবেন। তাঁর মধ্যে দু’জন ঝাড়ুদার এবং একজন সুপারভাইজার।