Monday, May 6, 2024
দেশ

দিল্লিতে দেশের প্রথম ১৪ লেনের হাইটেক এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মোদী

নয়াদিল্লি: রবিবার দিল্লিতে দেশের প্রথম ১৪ লেনের হাইটেক এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১,০০০ কোটি ব্যয়ে তৈরি ইস্টার্ন পেরিফেরল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৩৫ কিলোমিটার। সড়কটি উদ্বোধনের পর রোড শো করেন মোদী। প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

প্রধানমন্ত্রী এদিন সকালে নিজামুদ্দিন – রিং রোডে মোড়ে নতুন সড়কের উদ্বোধন করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি এবং দিল্লির ৭ সাংসদ। পটপড়গঞ্জ ব্রিজ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ রোড করেন প্রধানমন্ত্রী। ফিরেও আসেন ওই একই পথ দিয়ে। প্রায় আধা ঘন্টা প্রচন্ড রোদের মধ্যে হুড খোলা গাড়িতে মানুষের অভিনন্দন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

ইস্টার্ন পেরিফেরল দেশের প্রথম রাজপথ যা আলোকিত হবে সৌরবিদ্যুতে। এছাড়া প্রতি ৫০০ মিটারে বৃষ্টির জল সঞ্চয়ের ব্যবস্থাও থাকবে ৷ সঙ্গে ৩৬ জাতীয় স্মারক প্রদর্শিত হবে এবং থাকবে ৪০ ঝরণা। রাজপথের সৌন্দর্যায়নের জন্য প্রায় ২.৫ লাখ গাছও লাগানো হবে। স্বচ্ছ ভারতের কথা মাথায় রেখে প্রতি ২.৫ কিলোমিটার অন্তর অন্তর শৌচাগারের ব্যবস্থা রয়েছে।

নিজামুদ্দিন থেকে গাজিয়াবাদের মধ্যে ১২ লেনে চলাচল গাড়ি করবে। এগুলির মধ্যে ৮টি লেন ব্যবহৃত হবে হাইওয়ে হিসাবে। এক্সপ্রেসওয়ের দু’পাশে ২.৫ মিটার চওড়া সাইকেল চালানোর জন্য সড়কের ব্যবস্থা করা হয়েছে এবং ১.৫ মিটার চওড়া ফুটপাথ রয়েছে। ৫০০দিনে এটি তৈরি করে রেকর্ড গড়ে তোলা হয়েছে।