Sunday, May 5, 2024
দেশ

কসবা ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের

কলকাতা: মারণ করোনাভাইরাস থেকে বাঁচতে চাই টিকা। কিন্তু টিকাই নাকি ভুয়ো। কসবা ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এরপর সজাগ হয়েছে রাজ্য পুলিশ। কসবা ভুয়ো ভ্যাকসিন কান্ডের মূল হোতা দেবাঞ্জন দেব-সহ একের পর এক ভুয়ো টিকা কান্ডের পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। এবার কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করলেন আইনজীবী অজিত মিশ্র। মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

ভুয়ো ভ্যাকসিন কান্ডের বিষয়টি প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টে মোট ৪টি জনস্বার্থ মামলা দায়ের হয়। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। কিন্তু শুনানিতে সিটের (SIT) সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতিরা জানান, এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। সিটের তদন্ত যথাযথ পথেই এগোচ্ছে। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে।

শুক্রবার আইনজীবী অজিত মিশ্র মামলায় একাধিক প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, কসবার ক্যাম্পের টিকাগুলি ‘ভুয়ো’, তার প্রমাণ কী? স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করার পক্ষে তাঁর যুক্তি, দেশে মোট ৫৫ টি ল্যাবরেটরি রয়েছে, যারা কোনও টিকা ‘ভুয়ো’ কিনা, তা পরীক্ষা করার জন্য অনুমোদনপ্রাপ্ত। কিন্তু এই ৫৫টি ল্যাবের একটিও কি রিপোর্টে বলেছে কসবার ওই ক্যাম্পের টিকাগুলি ‘ভুয়ো’? তদন্তের গোড়াতেই গাফিলতি আছে বলে অভিযোগ আইনজীবী অজিত মিশ্রের।

ওয়াকিবহাল মহল মনে করেছে, কসবা ভুয়ো ভ্যাকসিন কান্ডে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলে প্রকৃত সত্য সামনে আসবে। নয়া মোড় নিতে পারে তদন্তে।