Saturday, May 18, 2024
রাজ্য​

‘প্রত্যেক উদ্বাস্তু হিন্দুই ভারতীয়’, নিশীথের নাগরিকত্ব বিতর্কে বললো বিজেপি

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক নাকি বাংলাদেশের নাগরিক? এই অভিযোগ তুলে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রিপুন বোরা। শনিবার সেই চিঠি নিয়ে সরব হলো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল।

রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। মন্ত্রী ইন্দ্রনীল সেনও এ বিষয়ে সবর হয়েছেন। মোদীকে লেখা রিপুনের চিঠি পোস্ট করে তাদের দাবি, বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ব্রাত্য বসু টুইটে লেখেন, রিপুণ বোরা সঠিক প্রশ্নই তুলেছেন। বহু সংবাদমাধ্যমের রিপোর্টে দেখা গিয়েছে, নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক। তাঁকে মন্ত্রী করার আগে কি কিছুই কি খতিয়ে দেখা হয়নি? নিশীথের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। লজ্জাজনক!

তবে নিশীথের নাগরিকত্ব বিতর্ক বিষয়টিকে পাত্তা দিতে নারাজ বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নেতা সায়ন্তন বসুর দাবি, যদিও বা ধরে নেওয়া হয় যে নিশীথ বাংলাদেশের নাগরিক, তাহলেও তিনি তো হিন্দু উদ্বাস্তু। বিজেপি প্রত্যেক উদ্বাস্তু হিন্দুকে ভারতীয় মনে করে। সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট (সংশোধিত নাগরিকত্ব আইন) পাশ হয়ে গিয়েছে। যাতে বাংলাদেশ থেকে আগত সমস্ত হিন্দুকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ফলে এই প্রশ্ন আর ওঠে না। আইনি দিক থেকেও কোনও ভিত্তি নেই, বাস্তবিক দিক থেকেও নেই। তাই এই অভিযোগকে আমরা গুরুত্ব দিচ্ছি না।

সায়ন্তনবাবু আরও বলেন, যারা অভিযোগ করছেন, তাঁদের কাছে যদি প্রমাণ থাকে, প্রয়োজনীয় তথ্য থাকে, তাঁরা চাইলে নির্বাচন কমিশনে যেতে পারেন। হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টেও যেতে পারেন। রাষ্ট্রপতির কাছেও যেতে পারেন।

শুক্রবার অসমের কংগ্রেস নেতা রিপুন বোরা মোদীকে চিঠি লেখেন। চিঠিতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উল্লেখ করে দাবি করেন, নিশীথ প্রামাণিক আদতে বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। ভারতে  কম্পিউটার কোর্স করতে আসেন। কোচবিহারে থেকে যান। প্রথমে তৃণমূলে এবং পরে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন। রিপুন বোরার দাবি, কোচবিহারের বাসিন্দা হিসেবে যে নথি পেশ করেছেন নিশীথ, তা ভুয়ো। জালিয়াতি করে তৈরি করেছেন।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি উদ্বাস্তু হিন্দুদের ভারতের নাগরিকত্ব প্রদান। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জাতীয় নাগরিকত্ব আইন পাশ করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি গোবিন্দ সাহা-সহ বেশকয়েক বাংলাদেশি হিন্দু নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো হাইপ্রোফাইল মানুষের নাম জড়ানোয় জাতীয় নাগরিকত্ব আইন বিষয়টি নিয়ে বিজেপি একটি সমাধানসূত্রে আসবে বলে মনে করা হচ্ছে।