Monday, May 13, 2024
কলকাতা

আধার কার্ড দেখালেই ভ্যাকসিন পাবেন প্রবীণরা

কলকাতা: প্রবীণ নাগরিকদের টিকাকরণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভায় (kolkata municipality corporation)। এবার থেকে ৬০ বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন নিতে চাইলে তাঁকে কো-উইন অ্যাপে (Co-win App) রেজিস্ট্রেশন করতে হবে না। শুধু আধার কার্ড থাকলেই হবে। কলকাতা পুর এলাকায় প্রবীণ নাগরিকদের জন্য এই নিয়ম চালু করল কলকাতা পুরসভা।

সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুরসভার ১১৩টি স্বাস্থ্যকেন্দ্রে ষাটোর্ধ্বদের কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়াই করোনার টিকা দেওয়া হয়। পুরসভার তরফে বলা হয়েছে, ষাটোর্ধ্বদের অনেকেই অ্যাপের মাধ্যমে নাম রেজিস্ট্রেশনের বিষয়ে অবগত নয়। তাদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরসভার তরফে আরও বলা হয়েছে, গুরুতর অসুস্থ প্রবীণ নাগরিকদের মধ্যে যারা হাঁটাচলা করতে পারেন না। বাড়ির বাইরে যাওয়া সামর্থ্য নেই। তাঁদের বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা চলছে।

পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান, এখনই বাড়ি-বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। তাঁদের কথায়, ভ্যাকসিন নেওয়ার পর কিছু মানুষের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। যদিও, তা হাতেগোনা। তাই বাড়ি-বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার পর সেই সমস্যা সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।