Sunday, April 28, 2024
রাজ্য​

‘আলাপন কি সিক্রেট জানেন, তাঁকে বাঁচাতে এত মরিয়া কেন মুখ্যমন্ত্রী?’ প্রশ্ন শুভেন্দুর

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়ন চলছে। প্রধানমন্ত্রীর ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী বৈঠকে উপস্থিত না থাকার জেরে আলাপনকে শোকজ করেছে কেন্দ্র। এ প্রসঙ্গে এবার বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সম্প্রতি আলাপন পর্বকে ‘অলীক কুনাট্য রঙ্গ’ বলে আখ্যা দেন শুভেন্দু। আলাপনের পাশাপাশি তিনি তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মঙ্গলবার এ বিষয়ে একাধিক টুইট করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, নিজের অহংহার বোধের জন্য মুখ্যমন্ত্রীর দফতর ও ভারতের সংবিধানকে অসম্মান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সার্ভিস রুল লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গের জন্য আলাপন বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শুভেন্দু।

শুভেন্দু টুইটে বলেন, অবসরপ্রাপ্ত মুখ্যসচিব কি এমন সিক্রেট জানেন যে তাঁকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী (বিধায়ক নন)? প্রধানমন্ত্রীর ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা বৈঠক এড়িয়ে যাওয়া কি মুখ্যসচিবের শোভা পায়?

শুভেন্দু টুইটে আরও লিখেছেন, করদাতাদের পয়সা লুঠ করা তৃণমূলের নেশা। অবসরপ্রাপ্ত মুখ্যসচিব বর্তমানে মুখ্যমন্ত্রী (বিধায়ক নন)-র উপদেষ্টা এবং তাঁর বেতন আড়াই লাখ টাকা। এছাড়া রাজ্য সরকারের তরফে অন্যান্য সুযোগসুবিধা ভোগ করবেন। করদাতাদের কষ্টার্জিত টাকা এর থেকে ভালো কাজে ব্যয় করা যেত।