Sunday, May 19, 2024
কলকাতা

‘ভেঙে ফেলা হল সেই ফলক, প্রমাণ লোপাটের চেষ্টা, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে’, সপ্তর্ষি চৌধুরী

কলকাতা: মঙ্গলবার কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে। এরপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে নাম জড়ায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), তৃণমূলের তারকা বিধায়ক লাভলি মৈত্র সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রীর।

তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির ফলকে ফিরহাদ, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন নেতা-মন্ত্রীর সঙ্গে দেবাঞ্জনের নাম দেখা যায়। ওই ফলকে লেখা ছিলো দেবাঞ্জন দেব- পশ্চিমবঙ্গের যুগ্মসচিব। তবে দেবাঞ্জন দেবকে নিয়ে চলা তীব্র বিতর্কের মধ্যেই ভেঙে ফেলা হলো ওই ফলক।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রাজ্য বিজেপির মিডিয়া সেলের প্রধান সপ্তর্ষি চৌধুরী টুইটারে লিখেছেন, ভেঙে ফেলা হলো তালতলায় রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচনের ফলক। স্থানীয় সাংসদ, বিধায়ক, মন্ত্রী, মেয়র জনাব ফিরাদ হাকিম সাহেবদের সাথে উজ্জ্বল উপস্থিতি ছিল ভ্যাকসিন কেলেঙ্কারির নায়কের। এই ফলক ভাঙার অর্থ তথ্য প্রমাণ লোপাট করা। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে??


গত ২৬ ফেব্রুয়ারি তালতলার ৫৩ নম্বর ওয়ার্ডে শীতলামন্দিরের কাছে ওই রবীন্দ্র মূর্তির ফলক উন্মোচন করা হয়। ওই ফলক অনুযায়ী, মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ফিরহাদ, সুদীপ ছাড়াও উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার পুরপ্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।

এদিন সপ্তর্ষি চৌধুরী ফেসবুক পোস্টে লেখেন, তালতলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচনের ফলকে নাম রয়েছে ভ্যাকসিন কেলেঙ্কারি নায়ক দেবাঞ্জন দেবের। যার তার সঙ্গে না। মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে। মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের সঙ্গে মুখ্য উপদেষ্টা যুগ্ম সচিব, পশ্চিমবঙ্গ, তার নামটা জ্বলজ্বল করছে। শাসক দলের সঙ্গে ভ্যাকসিন কেলেঙ্কারির নায়কের কী সম্পর্ক?