Monday, May 6, 2024
কলকাতা

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

কলকাতা: ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার কসবা থেকে দেবাঞ্জনকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দেবাঞ্জনের সাথে রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর ওঠা-বসার ছবি ভাইরাল হয়েছে। খোদ পুলিশই অনুমান, দেবাঞ্জনের উপর মহলে হাত রয়েছে। বিষয়টি নিয়ে সবর হয়েছে গেরুয়া শিবিরও। সঠিক ও নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। শুক্রবার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী সন্দীপন দাস। সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

হাইকোর্টের আইনজীবী সন্দীপন দাসের দাবি, রাজ্য পুলিশকে দিয়ে এই মামলার সত্য উদ্ঘাটন হবে না। এর সঙ্গে শাসক দলের অনেকেই যুক্ত রয়েছেন। তাই এই মামলার ভার সিবিআইকে দেওয়া হোক।

বিজেপির তরফেও সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। বিজেপির প্রশ্ন, রাজ্য প্রশাসন প্রশাসন, স্বাস্থ্য দফতর এবং পুলিশ কি করছিল? এদের সবার সাহায্য ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। এটা হিমশৈলের চূড়া। তদন্ত করলে অনেক কিছু বেরোবে। কিন্তু তদন্ত কে করবে? যারা এর সঙ্গে জড়িত তারাই তদন্ত করবে? নিজেরাই ফাউল করবে নিজেরাই রেফরি হবে? সিবিআইকে দিয়ে তদন্ত করলেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।