Sunday, May 19, 2024
বিনোদন

বাবর আজ রাম মন্দির ভাঙছে, মন্দির আবারও তৈরি হবে, জয় শ্রী রাম: কঙ্গনা

মুম্বাই: শিবসেনার সঙ্গে কঙ্গনার দ্বন্দ্বের মাঝেই বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙার কাজ শুরু করল বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। মঙ্গলবার পুরসভার তরফে নোটিশ ঝোলানো হলেও, বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়নি। বলেও টুইটে ক্ষোভ উগরে দেন কঙ্গনা।

কারও বাবার ক্ষমতা থাকলে, তাঁকে আটকে দেখাক চ্যালেঞ্জ জানানোর পর আজ, বুধবার মুম্বাই ফিরছেন কঙ্গনা। তবে মুম্বাইয়ে পা রাখার আগেই তাঁর অফিস ভেঙে দিল বিএমসি। কেন্দ্রীয় সরকারের সুরক্ষা নিয়েই শহরে ফিরছেন কঙ্গনা। চণ্ডীগড় থেকে বিমানে মুম্বাই আসছেন অভিনেত্রী।

মুম্বইয়ের পালি হিলসে ৪৮ কোটি টাকা দিয়ে চলতি বছরের জানুয়ারিতেই প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের অফিস বানান কঙ্গনা। মঙ্গলবার এই নির্মাণে বেশ কিছু কাঠামোগত ত্রুটির কথা বলে বিএমসি। অফিসের গেটে লাগানো হয় নোটিশ। যার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দারস্থ হন অভিনেত্রী।

বুধবার দুপুর ১২.৩০ নাগাদ মুম্বাই হাইকোর্টে শুনানি ছিল। তার আগেই বৃহন্মুবাই মিউনিসিপ্যাল পুরসভা কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু করে দিল। অফিস ভাঙার ছবি টুইট করে কঙ্গনা লিখেছেন, আমি ভুল ছিলাম না। সেটা আমার শত্রুরা ফের প্রমাণ করে দিল। মুম্বাই এখন পাক অধিকৃত কাশ্মীর হয়ে গেছে।

টুইটে কঙ্গনা আরও লেখেন, মনিকর্ণিকা ফিল্মসে প্রথম ছবি অপরাজিতা অযোধ্যা হিসাবে ঘোষিত হয়েছে, এটা আমার জন্য একটা মন্দির, কোনও নির্মাণ নয়। আজ এখানে বাবর এসেছে। আজ ফের একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। রাম মন্দির ভাঙবে, কিন্তু বাবর মনে রাখবেন মন্দির আবারও তৈরি হবে, জয় শ্রী রাম। জয় শ্রী রাম….