Wednesday, November 19, 2025
বিনোদন

রিয়ার জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেফাজত

মুম্বাই: মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য রিয়া চক্রবর্তী, এই অভিযোগেই তাকে গ্রেফতার করেছে এনসিবি। রিয়ার জবানবন্দির ভিত্তিতেই তাকে এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে। ২৭ (এ) ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে, যা প্রমাণ হলে কমপক্ষে ১০ বছরের সাজা হবে রিয়ার।

জামিনের আবেদন করেছিলেন অভিনেত্রী। তবে ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দায়রা আদালতে আপিল করেন রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে।

উল্লেখ্য, এর আগে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন হাউসকিপার স্যামুয়েল মিরান্ডা এবং প্রাক্তন রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে গ্রেফতার করেছে এনসিবি। সুশান্ত মৃত্যু তদন্তে এখনও পর্যন্ত সবমিলিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রিয়াকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করে এনসিবি। মঙ্গলবার শুনানি পর্ব মিটতে অনেক রাত হয়ে যাওয়ায় এনসিবির কাস্টডিতেই রাখা হয়েছিল রিয়াকে। বুধবার সকালে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়েছে রিয়াকে।