Sunday, May 19, 2024
দেশ

‘ইসলামে নারীদের সম্মান নেই’, হিন্দু ধর্ম গ্রহণ করলেন শামা পারভিন, নতুন নাম পুনম দেবী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা শামা পারভীন ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। উত্তর প্রদেশের বালিয়ার বাসিন্দা শিবম ভার্মাকে বিয়ে করছেন তিনি। নিজের নাম বদলে রেখেছেন পুনম দেবী। তবে হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য শামার পরিবার বিরোধিতা করে। তবে শামার দাবি, ‘ইসলামে মহিলাদের সম্মান নেই। তাই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।’

প্রায় এক বছর আগে বিহারের বক্সারে একটি বিয়ের অনুষ্ঠানে শামা পারভীনের সাথে শিবম ভার্মার পরিচয় হয়েছিল। এরপর তাদের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। শামার পরিবার তাদের বিয়ের তীব্র বিরোধিতা করে। শামাকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে। 

বেরিলির মধ্যনাথে অগস্ত্য মুনি আশ্রমের পন্ডিত কে কে শঙ্খধরের কাছে যান। যেখানে শামার হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য আচার-অনুষ্ঠান সম্পাদন করেছিলেন। ঐতিহ্যগত হিন্দু রীতিনীতি অনুসরণ করে বিবাহ সম্পন্ন হয়। শামা তার নতুন পরিচয় হিসেবে ‘পুনম’ নামটি গ্রহণ করেন।

পুনম বলেন, কয়েক প্রজন্ম আগে তার পরিবারের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া সত্ত্বেও সনাতন ধর্মের সাথে গভীর সম্পর্ক রয়েছে। ‘হালালা’ এবং ‘তিন তালাক’ এর মতো ইসলামের কিছু ভয়ানক প্রথার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি নারীদের প্রতি হিন্দু ধর্মের শ্রদ্ধা এবং তার বিশ্বাসের উপর জোর দেন। ~ Organiser