Tuesday, May 21, 2024
রাজ্য​

‘বাছা, রাবণের অহংকারও টেকেনি’, অভিষেককে তোপ কৈলাসের

কলকাতা: শনিবার শুভেন্দুর গড়ে গিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ হুমকির সুরে বলেন, তোর বাপকে গিয়ে বল, বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি! যা করার কর! আয়! আয়! অভিষেকের এই মন্তব্য নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। এই মন্তব্যে বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খাপ খায় না বলে সরব হয়েছেন বিজেপি নেতারা।

শুভেন্দু ফেসবুকে এই মন্তব্যের নিন্দা করে লিখেছেন, আয় তোর বাপকে গিয়ে বল আমি পাঁচ কিলোমিটারের মধ‍্যে এখানে আছি, কি করবি করে যা!! কাঁথির জনসভা থেকে বাংলা সংস্কৃতি!! তবে তিনি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি তিনি।

রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) অভিষেকের ‘তোর বাপকে গিয়ে বল’ মন্তব্যের ভিডিও টুইট করেছেন। আক্রমণ শানিয়ে লিখেছেন,  কয়লা মাফিয়া, সোনা মাফিয়া, বালি মাফিয়া, গরুপাচারের মাফিয়া এবং সিন্ডিকেট রাজের তথাকথিত চাঁইয়ের ভাষা দেখুন। বাছা, রাবণের অহংকারও কিন্তু টেকেনি।


অভিষেকের ‘তোর বাপকে গিয়ে বল’ মন্তব্যের ৩১ সেকেন্ডের ভিডিওটি টুইটারে ‘পিনড’ করেছেন কৈলাস। এখন কৈলাসের অ্যাকাউন্টে সেই টুইট প্রথমে দেখাচ্ছে।