Friday, May 10, 2024
রাজ্য​

এবার প্রকাশ্য সভামঞ্চে মেজাজ হারালেন অভিষেক

কাঁথি: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। দলবদলের তান্ডাবে দিশেহারা রাজ্যের শাসকদল তৃণমূল। একের পর নেতার দলত্যাগে বিধ্বস্ত তৃণমূল শিবির। সম্প্রতি দাবি-দাওয়ার বিষয় তোলায় কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তফশিলি জাতি-উপজাতির সম্মেলনে মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মেজাজ হারালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড় কাঁথিতে সভা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যদি না শুধরাও, অনেক কিছু করবে বলছে ওঁরা। বলেছে, এলে আমাকেও দেখে নেবে। নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আরে তোর বাপকে গিয়ে বল- বাড়ির ৫ কিমির মধ্যে দাঁড়িয়ে আছি। আয়! হিম্মত আছে, আয়! এই মেদিনীপুরের মাটিতে তোমার পাড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছি। যা করার কর।

অভিষেকের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফেসবুকে তিনি লিখেছেন, তোর বাপকে গিয়ে বল, আমি এই তোর ৫ কিমির মধ্যেই আছি, যা করার করে যা! কাঁথির জনসভায় বাংলার এমন সংস্কৃতি তুলে ধরা হচ্ছে!

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেছেন, কয়লা মাফিয়া, সোনা মাফিয়া, বালি মাফিয়া, গরুপাচারের মাফিয়া এবং সিন্ডিকেট রাজের তথাকথিত চাঁইয়ের ভাষা দেখুন। বাছা, রাবণের অহংকারও কিন্তু টেকেনি। #bhaipo