Wednesday, May 15, 2024
Latestদেশ

আইনি খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে: রাষ্ট্রপতি

যোধপুর: দেশের বিচার প্রক্রিয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার রাজস্থানের জোধপুরে এক সভায় রাষ্ট্রপতি বলেন, দিন দিন দেশের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে খরচ বেড়ে যাচ্ছে। এর জেরে বিচার ব্যবস্থা ধীরে ধীরে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

রামনাথ কোবিন্দ বলেন, বিশেষত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এই বিষয়টা বেশি করে দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলা লড়া বেশ খরচসাপেক্ষ হওয়ায় গরিব এবং মধ‌্যবিত্ত আবেদনকারীদের জন্য সেখানে গিয়ে অভিযোগ জানানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, আজ কি কোনও গরিব বা বঞ্চিত শ্রেণীর মানুষ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এসে কোনও আবেদন জানাতে পারেন? এই প্রশ্নটা করা খুবই সময়োপযোগী। কারণ, আমাদের সংবিধানের ভূমিকাতেই রয়েছে, দেশের সকলকে সমান সুরক্ষা ও আইন বিচার দেওয়ার বিষয়ে আমরা বদ্ধপরিকর।

মহাত্মা গান্ধীর কথা মনে করিয়ে দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আমরা যদি গান্ধীজির কথা স্মরণ করি। তাঁর দেখানো পথ অনুসরণ করি এবং আমরা যদি দরিদ্রদের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই সঠিক পথে এগোতে পারব।