Monday, June 16, 2025
Latestদেশ

‘ধর্ষণের মতো অপরাধ করলে এনকাউন্টারই করা হবে’

হায়দরাবাদ: হায়দরাবাদের তরুণী পশুচিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় চার অভিযুক্তকে পুলিশি এনকাউন্টারে নিহত হওয়ার ঘটনাকে সমর্থন করে মন্তব্য করেছেন তেলেঙ্গানার পশুপালনবিষয়ক মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। শনিবার  বলেন, পুলিশি এনকাউন্টার ধর্ষকদের জন্য একটি বার্তা। নৃশংস অপরাধ যে করবে, সে পুলিশের এনকাউন্টারে নির্মূল হতে পারে।

তালাসনি শ্রীনিবাস বলেন, আপনি যদি অন্যায় করেন, তাহলে কোনও বিচার ব্যবস্থা থেকেই ছাড়া পাবেন না। গ্রেফতারি বা জামিনে মুক্তি কেবলমাত্র মামলাকে বিলম্বিত করে। এরকম আর হবে না। এই এনকাউন্টারের মধ্য দিয়ে আমরা একটা বার্তা স্পষ্ট করেছি, যদি তুমি ধর্ষণের মতো অপরাধ কর তাহলে এনকাউন্টারই হবে।

তালাসানি শ্রীনিবাস যাদব

তেলেঙ্গানার যোগাযোগমন্ত্রী পি অজয় কুমার শুক্রবার বলেন, এনকাউন্টার নিয়ে গোটা রাজ্য গর্বিত। পুলিশকে নিয়ে রীতিমতো খুশি মানুষ। দ্রুত বিচার নিশ্চিতে রাজ্য একটি রোল মডেল স্থাপন করেছে। আমরা দেখিয়েছি, কেউ যদি আমাদের মেয়েদের দিকে খারাপ নজর দেয়, তবে আমরা তার চোখ তুলে নেব।

হায়দরাবাদের ২৬ বছর বয়সী পশুচিকিৎসককে নারকীয় গণধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনায় গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। পুলিশের দাবি, অভিযুক্তরা পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে। তখনই পুলিশি এনকাউন্টারে বর্বোরচিত এই ধর্ষণকান্ডে অভিযুক্ত ৪ অভিযুক্তের মৃত্যু হয়। এনকাউন্টারের খবর সামনে আসতেই পুলিশকে ঘিরে উল্লাসে ফেটে পড়ে আমজনতা। পুলিশকে কাঁধে তুলে নাচতে দেখা যায় স্থানীয়দের।