Saturday, May 18, 2024
Latestদেশ

বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি হলেন জেপি নাড্ডা

নয়াদিল্লি: সর্বভারতীয় বিজেপির সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা। এতদিন তিনি বিজেপির কার্যনির্বাহী সভাপতির দায়িত্বে ছিলেন। সোমবার আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রিয় পাত্র জেপি নাড্ডা।

বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হলেন নাড্ডা। সোমবার সকালেই মনোনয়ন জমা দেন তিনি। সর্বভারতীয় পর্যায়ে বিজেপি প্রধানের পদে নাড্ডাকেই দীর্ঘদিন ধরে মোদী এবং অমিত শাহের পছন্দ হিসাবে দেখা গিয়েছে।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অমিত শাহকে দলীয় প্রধানের দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরেই পাকাপাকিভাবে নাড্ডাকে সভাপতি করা হল।

জেপি নাড্ডা ১৯৯৩-২০১২ পর্যন্ত তিন মেয়াদে হিমাচল প্রদেশের বিধায়ক ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন তিনি। ২০০৮-২০১০ পর্যন্ত হিমাচল প্রদেশ সরকারের স্বাস্থ্য এবং তারপরে বন, পরিবেশ ও বিজ্ঞান মন্ত্রীর দায়িত্বে ছিলেন নাড্ডা। পরে ২০১০ সালে দিল্লিতে চলে আসেন এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করে।

২০১২ সালের এপ্রিলে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের মে মাসে, মোদী সরকারের মন্ত্রিসভার যুক্ত হন তিনি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের জুনে তাঁকে বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়।