Saturday, June 21, 2025
Latestদেশ

জনতার দ্বারা প্রত্যাখ্যাত দলগুলি নাগরিকত্ব আইন নিয়ে গুজব ছড়াচ্ছে: মোদী

নয়াদিল্লি: বিজেপি ‘ভুল’ নয়। আসলে বিজেপি মানুষের খুব প্রিয় হয়ে উঠেছে। সেই কারণেই বিজেপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মিথ্যের পর মিথ্যে বলে চলেছে। সোমবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশব্যাপী এনআরসি, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদের প্রেক্ষিতে এমনটাই দাবি করলেন তিনি।

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন জেপি নাড্ডা। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে নমো বলেন, নির্বাচনী রাজনীতিতে যাদের মানুষ বাতিল করে দিয়েছে, যাদের কথা আর মানুষ আর গ্রহণ করছে না। তারাই মিথ্যে ও গুজব ছড়াচ্ছে।

দলের সদর দফতরের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা এই সব কথা বলছে রং চড়িয়ে গুজব ছড়ানোর জন্য। এমনটা আমরা রোজই দেখছি।


প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

বিরোধীদের দাবি, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী। কংগ্রেসের দাবি, ধর্মীয় দিক দিয়ে ভারতীয় জনতাকে বিচ্ছিন্ন করতেই এই আইন তৈরি করেছে মোদী সরকার।