Saturday, May 18, 2024
Latestকলকাতা

মোদী সরকার মতুয়াদের নাগরিকত্ব দিতে চায়, মমতা তাঁদের নাগরিকত্ব কেড়ে নিতে চায়: নাড্ডা

কলকাতা: সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রায় চোখে পড়ার মত ভিড় জমিয়ে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা। হিন্দ সিনেমা থেকে সেন্ট্রাল অ্যাভেনিউ হয়ে শ্যামবাজার পর্যন্ত এদিনের এই মিছিলে ২০২১ বিধানসভা নির্বাচনে মমতা সরকারকে গোদিচ্যুত করার স্লোগান শোনা গেল বারবার।

অভিনন্দন যাত্রা শেষে জনসভায় বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা বলেন, আজকের জনজোয়ারই প্রমাণ করল বাংলা সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে। নাড্ডা বলেন, মমতার কাছে আগে রাজনীতি, পরে দেশ। তাই উনি নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছেন।


জেপি নাড্ডা বলেন, নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য। দলিত থেকে মতুয়া, সবাই নাগরিকত্ব পাবেন।

মতুয়া প্রসঙ্গ টেনে জেপি নাড্ডার অভিযোগ, মতুয়া সমাজের বড় মা বীণাপানিদির আশীর্বাদ নিতে গিয়েছিলেন মমতা, আজ সেই মতুয়াদের স্বার্থ বিরোধী কাজই করে চলেছেন। তিনি বলেন, মতুয়া ও নমঃশুদ্র সম্প্রদায়কে মোদী সরকার নাগরিকত্ব দিতে চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছেন।