Monday, June 16, 2025
Latestকলকাতা

নাগরিকত্ব আইনের সমর্থনে স্মরণকালের মধ্যে কলকাতায় বিজেপির সব থেকে বড় মিছিল

কলকাতা: সোমবার নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতায় অভিনন্দন যাত্রার আয়োজন করল বিজেপি। স্মরণকালের মধ্যে কলকাতায় বিজেপির সব থেকে বড় মিছিল এটি তা নিয়ে কোনও সন্দেহই নেই। কলকাতার সুবোধ মল্লিক স্কয়ার থেকে অভিনন্দন যাত্রা শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে শ্যামবাজারে শেষ হয়।

এদিনের অভিনন্দন যাত্রায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী প্রমুখ। নাগরিকত্ব আইন ও এনআরসি সমর্থনে অভিনন্দন যাত্রায় ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’, ‘মমতার সরকার আর নেই দরকারে’র মতো স্লোগান ওঠে।


রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এদিনের অভিনন্দন যাত্রার মাধ্যমে নাগরিকত্ব আইনকে অভিনন্দন জানানোই মূল উদ্দেশ্য ছিল বঙ্গ বিজেপির। তবে মিছিলের স্লোগানের ধরণ মনে করিয়ে দিচ্ছে সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে জয়লাভের লক্ষ্যেই বিজেপি কোমর বেঁধে নামছে।

জেপি নাড্ডা বলেন, ভারতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি—সবাই একসঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘু নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নেবেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। এই আইনের কারণে কোনও ভারতীয় মুসলিমকে ভারত ছাড়া করা হবে না।