নাগরিকত্ব আইনের প্রতিবাদে লুঙ্গি পরে মিছিল করল তৃণমূল
কোচবিহার: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রতিবাদে সোমবার কোচবিহারে লুঙ্গি পরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের স্থানীয় তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ লুঙ্গি পরে মিছিল করার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে উদয়ন গুহ লিখেছেন, তিনি নিজে লুঙ্গি পরেন না। কিন্তু আজ তিনি লুঙ্গি পরে প্রতিবাদ মিছিলে হাঁটবেন। আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পোশাক দেখে মানুষ চেনা যায়’ মন্তব্যের প্রতিবাদে এ মিছিল করার উদ্যোগ নেয় তৃণমূল।
উদয়ন গুহ বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন নাগরিকত্ব আইন বিরোধিতায় বিক্ষোভকারীদের পোশাক দেখলেই চেনা যায়। তাই আমরা লুঙ্গি পরে পথে নেমেছি। তিনি বলেন, পোশাক কখনও কোনও সম্প্রদায়ের পরিচয় হতে পারে না। বিজেপি এসব বলে মানুষে মানুষে বিভেদ করতে চাইছে।
এদিকে, এই মিছিলের কথা শুনে কটাক্ষ করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, যদি লুঙ্গি বাহিনী রাস্তায় নামে, এমন দাওয়াই দেব, লুঙ্গি এখানে রেখে বাংলাদেশে চলে যাবে।
প্রসঙ্গত, সম্প্রতি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে কারা তাণ্ডব চালাচ্ছে তা পোশাক দেখলেই চেনা যায়।