Saturday, May 18, 2024
Latestকলকাতা

ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য মমতা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন: জেপি নাড্ডা

কলকাতা: সোমবার নাগরিকত্ব আইন ও এনআরসির সমর্থনে কলকাতায় মিছিল করল বিজেপি। সিএএ-এর সমর্থনে এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।

নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধীতা করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে জেপি নাড্ডা বলেন, কেন্দ্রের সব সিদ্ধান্ততেই বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটব্যাঙ্ক বাঁচাতে নিজের কায়দায় রাজনীতি করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


পাশাপাশি, মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতি করারও অভিযোগ তুলে জেপি নাড্ডা বলেন, দেশের স্বার্থের আগে নিজের দলের স্বার্থ দেখেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নাড্ডার প্রশ্ন, কেন্দ্রের কোনও প্রশ্নের জবাব দেন না মমতা, তাহলে সংবিধানের অবমাননা করছেন কে?

এনআরসি বা নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম থেকে সরব হয়েছেন মমতাই। পথে নেমে প্রতিবাদের পাশাপাশি, প্রতি মুহূর্তে প্রতিবাদ জানিয়েছেন এনআরসি বা নাগরিকত্ব আইনের। সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে মমতার আবেদন, এনআরসির বিরুদ্ধে জোট বাঁধতে।